জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড শাওমি এবার লঞ্চ করতে যাচ্ছে তাদের নতুন একটি স্মার্ট ওয়াচ। তবে মজার ব্যাপার হলো এই স্মার্ট ওয়াচটি হবে শাওমির পার্টনার ব্রান্ড হুয়ামির একটি পন্য।
সেই লক্ষ্যে কোম্পানিটি টিজার রিলিজ করেছে। যেখানে তাদের আসন্ন এ্যামেজফিট টির একটি চমৎকার ছবি দেখা যাচ্ছে। ছবিটি দেখে আস্বস্ত হওয়া যাচ্ছে যে তারা এই ওয়াচটি নিয়ে পুরো দমে কাজ শুরু করে দিয়েছে এবং অতি শিঘ্রী ওয়াচটি ব্যবহারকারীদের হাতে চলে আসবে।
টিজারটি দেখে মনে হচ্ছে আগামী ১৯ ফেব্রুয়ারিতেই এই ওয়াচটির আনুষ্ঠানিক ঘোষণা শোনা যাবে। পোস্টারে এটির বিস্তারিত স্পেসিফিকেশন নিয়ে কিছু লিখা হয়নি। প্রথমত এর ডিজাইনের দিক থেকে এই স্মার্ট ওয়াচটি সত্তিই একটি স্মার্ট ওয়াচ হতে যাচ্ছে। কারন, এটি দেখতে সচরাচর ঘড়ির মত যা এখন খুব কম লক্ষ্য করা যায়।
দ্বিতীয়ত, এটি আসবে জিপিএস ফাংশনালিটির সমন্বয়ে। যার মাধ্যমে ব্যবহারকারীর লোকেশন ট্র্যাক করতে পারবে এটি।
এটির বিস্তারিত স্পেসিফিকেশন এবং কোথায় পাওয়া যাবে আমরা পরবর্তী আপডেটে জানিয়ে দেব।
আমাদের ফেসবুক পেজ, গ্রুপ এবং টেকমার্ট বিডি ইউটিউব চ্যানেল টি ফলো করুন।